DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ১ অক্টোবর থেকে এসপি, ওসিসহ অন্যান্যরা নতুন মোবাইল নম্বর ব্যবহার করবেন

News Editor
সেপ্টেম্বর ২৯, ২০২০ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধায় ১ অক্টোবর থেকে এসপি, ওসিসহ অন্যান্যরা নতুন মোবাইল নম্বর ব্যবহার করবেন

গাইবান্ধার পুলিশ সুপার ও সাত থানার ওসিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তাদের জন্য গ্রামীণ ফোনের নতুন সিরিজের মোবাইল নম্বর নেওয়া হয়েছে। যা আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে ব্যবহৃত হবে। ফলে বৃহস্পতিবার থেকে আর বর্তমানে ব্যবহৃত মোবাইল নম্বরগুলো ব্যবহৃত হবেনা।

কোন কর্মকর্তা বদলি হলেও নম্বরগুলোর আর পরিবর্তন হবেনা। এই নতুন সিরিজের মোবাইল নম্বরগুলো গাইবান্ধায় এসব পদে কর্মরত কর্মকর্তাদের জন্যই সবসময় ব্যবহৃত হবে।

এসব পদগুলো হচ্ছে- পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), সদর থানা, সাদুল্লাপুর থানা, সুন্দরগঞ্জ থানা, পলাশবাড়ী থানা, গোবিন্দগঞ্জ থানা, সাঘাটা থানা ও ফুলছড়ি থানার ওসি, ইন্সপেক্টর (তদন্ত) এবং ডিউটি অফিসার। এ ছাড়া টিআই (প্রশাসন) ও পুলিশ কন্ট্রোল রুমেও নতুন নম্বর নেওয়া হয়েছে।

নতুন সিরিজের এসব নম্বরগুলো হচ্ছে-

পুলিশ সুপার, গাইবান্ধা : ০১৩২০- ১৩২ ৩০০

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) : ০১৩২০- ১৩২ ৩০২

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) : ০১৩২০- ১৩২ ৩০৫

অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) : ০১৩২০- ১৩২ ৩৪৬

অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) : ০১৩২০- ১৩২ ৩৫১

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) : ০১৩২০- ১৩২ ৩৫৬

ওসি, সদর থানা : ০১৩২০- ১৩২ ৩৭৬
ইন্সপেক্টর (তদন্ত) : ০১৩২০- ১৩২ ৩৭৭
ডিউটি অফিসার : ০১৩২০- ১৩২ ৩৮১

ওসি, সাদুল্লাপুর থানা : ০১৩২০- ১৩২ ৪০২
ইন্সপেক্টর (তদন্ত) : ০১৩২০- ১৩২ ৪০৩
ডিউটি অফিসার : ০১৩২০- ১৩২ ৪০৭

ওসি, সুন্দরগঞ্জ থানা : ০১৩২০- ১৩২ ৪২৮
ইন্সপেক্টর (তদন্ত) : ০১৩২০- ১৩২ ৪২৯
ডিউটি অফিসার : ০১৩২০- ১৩২ ৪৩৩

ওসি, পলাশবাড়ী থানা : ০১৩২০- ১৩২ ৪৫৪
ইন্সপেক্টর (তদন্ত) : ০১৩২০- ১৩২ ৪৫৫
ডিউটি অফিসার : ০১৩২০- ১৩২ ৪৫৯

ওসি, গোবিন্দগঞ্জ থানা : ০১৩২০- ১৩২ ৪৮০
ইন্সপেক্টর (তদন্ত) : ০১৩২০- ১৩২ ৪৮১
ডিউটি অফিসার : ০১৩২০- ১৩২ ৪৮৫

ওসি, সাঘাটা থানা : ০১৩২০- ১৩২ ৫০৬
ইন্সপেক্টর (তদন্ত) : ০১৩২০- ১৩২ ৫০৭
ডিউটি অফিসার : ০১৩২০- ১৩২ ৫১১

ওসি, ফুলছড়ি থানা : ০১৩২০- ১৩২ ৫৩২
ইন্সপেক্টর (তদন্ত) : ০১৩২০- ১৩২ ৫৩৩
ডিউটি অফিসার : ০১৩২০- ১৩২ ৫৩৭

টিআই (প্রশাসন) ট্রাফিক ইনচার্জ : ০১৩২০- ১৩২ ৫৮৮

গাইবান্ধা পুলিশ কন্ট্রোল রুম : ০১৩২০- ১৩৩ ২৯৮, ০৫৪১-৫১৬৬৬, হটলাইন- ০১৩২০- ১৩৩ ২৯৯।

আরও পড়ুন ঃগাইবান্ধায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

এ বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আগামী ১ অক্টোবর থেকে নতুন সিরিজের এসব মোবাইল নম্বরে সবাই যোগাযোগ করতে পারবেন। বর্তমানে ব্যবহৃত নম্বরগুলো ১ অক্টোবরের পর আর ব্যবহৃত হবেনা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬