DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গুরুর কথায় শিষ্যের গান

DoinikAstha
এপ্রিল ২৩, ২০২২ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক: রিপন খান, বাংলাদেশের মিউজিকাল গ্রাউন্ডে একটি জীবন্ত কিংবদন্তির নাম। মডার্ণ কম্পোজিশন এনেছেন যারা তাদের মধ্যে একদম শুরুর দিকেই স্বর্ণের অক্ষরে লেখা আছে তাঁর নাম। বর্ণাঢ্য সংগীত জীবনে খেতাব পেয়েছেন বাংলাদেশের “জিংগেল কিং”-এর। এমনকি সাইলেন্ট কম্পোজিশনের ফাদারও তিনি। যেমন সৃষ্টিশীল বাবা তেমনই সৃষ্টিশীল তার ছেলেমেয়েরাও অর্থ্যাৎ এই গুণী পিতার গুণী সন্তানই জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান ও প্রত্যয় খান। বলা বাহুল্য, হৃদয় খান বাংলাদেশের টেকনো মিউজিকের জনক।

নিজের সন্তানদের পাশাপাশি আরও অনেক তরুণদের প্রতিভাবে সঠিকভাবে জাগ্রত করে আলোর পথ দেখিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় তরুণ কণ্ঠশিল্পী সিয়াম সরকার জান-কে ফিচারিং করলেন এবার। গত বিশ তারিখে রিপন খানের কথা সুর ও কম্পোজিশনে সিয়াম সরকার জানের “চোখের নোনা জলে” গানটি প্রকাশিত হয়েছে।

এ প্রসঙ্গে রিপন খান বলেন, সিয়াম সেই পিচ্চি থেকে আমার কাছে আসে। ও খুবই ট্যালেন্টেড। ও গান যেমন লেখে তেমন মিউজিক বুঝতে পারে। ওর একটা ব্যাপার সবচেয়ে ভালো লাগে যে ও মিউজিক খুব ভালো বুঝতে পারে যেটা সবার মধ্যে থাকে না। আমি হঠাৎ একটা গান লিখেছিলাম, গানটা লেখার সময়ই ঠিক করেছিলাম যে গানটা সিয়াম গাইবে, হয়েছেও তাই, সিয়ামকে বুঝিয়ে দেয়া মাত্রই ও এক টেকে গানটা গেয়ে ফেলে, একদম ইনস্ট্যান্ট। দোয়া করি ও অনেক বড় হোক। দর্শকদের কাছে আমার অনুরোধ আপনারা ভালো গান শুনবেন ও শেয়ার করবেন।

সিয়াম সরকার জান বলেন, আমি মূলত গান লিখি। যে ক’জন মানুষ আমাকে চেনে মূলত লেখক হিসেবেই চেনে। তবে আমি গান গাইতেও পারি, এটা সবাই জানে না। যা হোক, রিপন খান স্যার আমার ওস্তাদ আমার গুরু। তাঁর মতো একজন জীবন্ত কিংবদন্তির হাত ধরেই আমার প্র্যাকটিকাল মিউজিকের যাত্রা শুরু। স্যারের কাছে এই বয়সেই যা শিখতে পেরেছি তা সারা জীবন চলবে আমার, একদম সত্য কথা। আমি গর্বিত। এটা আমার ২য় মৌলিক গান। প্রথম গানটাও স্যারই করে দিয়েছিলো।

আর আমি বলবো, এই গানটা আমার কাছে সম্পূর্ণ আশীর্বাদ। কেননা, গানটা স্যারেরই লেখা। এর বেশী কিছু বলার নেই আমার। দর্শকদের বলতে চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলেই এগিয়ে যেতে পারবো বহুদূর।

দৈনিক আস্থা’র পক্ষ থেকেও সিয়াম সরকার জানের জন্য অসংখ্য শুভ কামনা ও ভালোবাসা।

গানটি শুনতে পাবেন এই লিংকে—https://youtu.be/tOw0WlE0Z6A

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩