DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জ যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

DoinikAstha
মার্চ ১৭, ২০২১ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বোরহানউদ্দিন দেওয়ানগঞ্জ প্রতিনিধি :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আজ যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ১০১ তম জন্মবার্ষিকী  ও জাতীয়  শিশু দিবস ২০২১ উদযাপিত হয়েছে । দেওয়ানগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে ১০১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় ।

এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন এবং দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি মোহাম্মদ মহব্বত কোবির ।  উপজেলা শিল্পকলা  একাডেমিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এ ছাড়া শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় ।

সকাল  ১০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন সোলাই ।

অন্যান্য দের মাঝে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার আফতাব আহমেদ সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, স্থানীয় এমপির বিশেষ প্রতিনিধি মুস্তাসিম বিল্লাহ শিপন, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, উপজেলা চেয়ারম্যান সোলাইমান হোসেন ।

কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি তারেক মাহমুদ তালাশ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাব্বত কবির  মাধ্যমিক অফিসার মেহেরুউল্লাহ সমবায়  অফিসার রফিকুল ইসলাম মাধ্যমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র, মডেল থানার এস আই আব্দুল কুদ্দুস, সহ অন্যান্যরা ।

পরে চিত্রাঙ্কন ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয় । এদিকে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে ।

সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় বঙ্গবন্ধুর জন্ম স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বক্তারা ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭