DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৮ই এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ১৮ই এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় ফল ও মুদি দোকানে বিভিন্ন অপরাধে জরিমানা

মামুনুর রশিদ
মার্চ ২৫, ২০২৩ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

 নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য উর্ধ্বগতি, মেয়াদ উত্তীর্ণ ফল ও মুদি মালামাল বিক্রির অপরাধে নয়টি দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রমজানের দ্বিতীয় দিন আজ শনিবার (২৫ মার্চ) বিকালে ঈদগাহ মোড়, কলেজমোড় ও প্রধান বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এই মনিটরিং পরিচালনা করেন। মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হাসান। এ সময় মেয়াদোত্তীর্ণ খেজুর, শুকনো খাবার, ধার্যকৃত মূল্যের অতিরিক্ত দামে সয়াবিন তেল, চিনি, মসুর ডালসহ অন্যান্য পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮,৫১ ও ৫৩ ধারায় মোট ০৯টি মামলায় বত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এ বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে মাহমুদুল হাসান সাংবাদিকদের নিশ্চিত করে আরও বলেন ভাঙ্গা বাজারের আতিয়ারস্টোর, ধ্রুবষ্টোর, ত্রীনাথ ষ্টোর, মায়ের দোয়া ফলের দোকান, আলিমের ফলের দোকান, লিটন তালূকদারের ফলের দোকান, রাজু মোল্লার ফলের দোকানসহ নয়টি দোকানে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭