DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে সোনা জিতল বাংলাদেশ

DoinikAstha
জানুয়ারি ৭, ২০২১ ৭:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক:২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দুটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। এ ছাড়া দুটি রৌপ্য, পাঁচটি তাম্র ও ছয়টি কারিগরি পদকও জিতে নিয়েছে ১৯ সদস্যের বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল। ক্রিয়েটিভ বিভাগে জুনিয়র গ্রুপে ‘রোবো স্পার্কার্স’ দলের মিসবাহ উদ্দিন ইনান ও জাইমা যাহিন ওয়ারা এবং রোবট ইন মুভি বিভাগে চ্যালেঞ্জ গ্রুপের ‘রোবোটাইগার্স’ দলের নাশীতাত যাইনাহ রহমান ও কাজী মোস্তাহিদ লাবিব স্বর্ণপদক পান।

রোবট ইন মুভি বিভাগে জুনিয়র গ্রুপের ‘রোবো ড্রিমার্স’ দলের মাহির তাজওয়ার চৌধুরী ও শাদীদুর রহমান শ্রেয়াশ এবং ক্রিয়েটিভ বিভাগে চ্যালেঞ্জ গ্রুপের ‘রোবোটাইগার্স’ দলের কাজী মোস্তাহিদ লাবিব ও নাশীতাত যাইনাহ রহমান পান রৌপ্যপদক।উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে এ বছর অনলাইনে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়ার দ্যেগু শহর থেকে এই অলিম্পিয়াড পরিচালিত হয়।

২০২০ সালের ১২ ও ১৩ ডিসেম্বর রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টার থেকে ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করে বাংলাদেশ দল। এ বছর আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের নির্ধারিত থিম ছিল ‘রোবট : দ্য ফিউচার ট্রান্সপোর্টেশন’। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ বিভাগে জুনিয়র গ্রুপে বাংলাদেশ পর পর তিন বছর স্বর্ণপদক জিতেছে। অন্যদিকে চ্যালেঞ্জ গ্রুপে প্রথমবারের মতো এবার স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬