DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

অঞ্জলি নিতে প্রস্তুত ৫৫ ফুট সরস্বতী প্রতিমা

News Editor
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

অঞ্জলি নিতে প্রস্তুত ৫৫ ফুট সরস্বতী প্রতিমা

মো হোসেন আলী, কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের পশ্চিম কান্দি গ্রামে ৫৫ ফুট দীর্ঘ সরস্বতী প্রতিমা তৈরী হওয়া নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । প্রথমবারের মতো এতো বড় সরস্বতী প্রতিমা দেখতে আশেপাশের কয়েকটি এলাকার উৎসুক মানুষ প্রতিনিয়ত ভিড় করছে প্রতিমার সামনে।

প্রতিমাটি তৈরী করতেছে শিল্পি শ্রীবাস গাইন, তিনজন সহকারী শিল্পিকে সাথে নিয়ে ২০ দিন প্রচেষ্টায় প্রায় শেষের দিকে প্রতিমা তৈরীর কাজ। তার দাবী এটিই দেশের সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা হতে যাচ্ছে । পূঁজা উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে দুদিন ব্যাপী কবিগানের আয়োজন, বসেছে গ্রামীন মেলাও । পূঁজা আয়োজক কমিটির কোষাধ্যক্ষ কমলেশশ বিশ্বাস প্রতিবেদককে জানায়, ভিন্নরকম কোন আয়োজনের উদ্দ্যেশ্য থেকেই আমাদের এই দীর্ঘ প্রতিমা তৈরীর উদ্যেগ।

আশা করি সরস্বতী মায়ের ভক্তরা এখানে এসে অঞ্জলি প্রদানের মাধ্যমে আমাদের এই আয়োজন সার্থক করবে। প্বার্শবর্তী বরিশাল জেলার সাতলা ইউনিয়ন থেকে আগত কলেজ ছাত্রী সাথী বৈরাগী জানায়, বন্ধুদের কাছে শুনে ৫৫ ফুট প্রতিমা দেখতে এসে আমি অবাক হয়েছি , এতো বড়ো প্রতিমা এর আগে আমি কখনোই দেখিনি।

কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম বাড়ৈ বলেন, আমার ইউনিয়নে এমন একটি আয়োজনে আমি আনন্দিত ,পূজোর দিনে আগত ভক্তবৃন্দের কাছে অনুরোধ থাকবে তারা যেন মুখে মাক্স পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে মায়ের পূজায় অংশগ্রহণ করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭