DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৪শে এপ্রিল ২০২৪
ঢাকাবুধবার ২৪শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

তরুণ সংগীতশিল্পী, আতিয়া আনিশা।

News Editor
মে ১৩, ২০২১ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

তরুণ সংগীতশিল্পী, আতিয়া আনিশা।

আতিয়া আনিশা। তরুণ সংগীতশিল্পী। ইতোমধ্যেই জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের সাথে মেঘেরই খামে শিরোনামের ডুয়েট গানে বেশ সাড়া ফেলতে পেরেছেন। নিয়মিত কাজ করছেন গুণী শিল্পীদের সাথে। আজকে দৈনিক আস্থা’র আয়োজনে আমাদের সাথে আছেন আতিয়া আনিশা। সাথেই থাকুন।

জানঃ কেমন আছেন?

আনিশাঃ আছি ভালোই। আপনি কেমন আছেন?

জানঃ আমি ভালোই আছি। ঈদের পরিকল্পনা কেমন?

আনিশাঃ ঈদকে সামনে রেখে তো বড় পরিকল্পনা ছিলো কিন্তু লকডাউনে সব এলোমেলো হয়ে গেলো। আমার নিজের একটা ইউটিউব চ্যানেল করেছি। সেখানে একটা গান দেয়ার কথা ছিলো কিন্তু ভিডিওর কাজ শেষ করতে পারলাম না করোনার কারণে। আবার শ্রদ্ধেয় আসিফ আকবর স্যারের সাথে একটা ডুয়েট গান করলাম আমি একটা আকাশ কিনতে চাই শিরোনামে। গানটি প্রকাশিত হয়েছে।

জানঃ আপনি গানের জগতে কীভাবে এলেন?

আনিশাঃ বাবা মায়ের অনুপ্রেরণায়। ছোটবেলা থেকেই গান করতাম। সেভাবেই শেখা গাওয়া বিভিন্ন কম্পিটিশনে যাওয়া। এভাবেই আর কি।

জানঃ আপনি তো চ্যানেল আই সেরাকন্ঠে ছিলেন। কেমন লাগলো?

আনিশাঃ খুবই ভালো। অনেক কিছু শিখতে পেরেছি। আমি অনেকবার দিয়েছিলাম বাদও পড়েছিলাম কিন্তু হাল ছাড়ি নি। অনেক কিছু শিখতে পেরেছি সেই শিক্ষাগুলো কাজে লাগানোর চেষ্টা করছি।

জানঃ এখন কোথায় শিখছেন?

আনিশাঃ এখন শিখছি না। আসলে শেখার তো শেষ নেই। কাজ করে করে শিখছি। আবার আমার কিছু স্টুডেন্ট আছে তাদেরকে শেখানোর মধ্য দিয়ে শিখছি। এই আর কি। তবে প্রাতিষ্ঠানিকভাবে এখন আর শেখাটা হচ্ছে না।

জানঃ আপনার আইডল কে বা কারা?

আনিশাঃ মিতালি মুখার্জি, রনা লায়লা, শ্রেয়া ঘোষাল।

জানঃ আপনি কী করতে পছন্দ করেন?

আনিশাঃ পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। গান শুনি প্রচুর।

জানঃ কোন ধরণের গান? আনিশাঃ সব ধরনের গানই শুনি৷

জানঃ আপনার জীবনের সবচেয়ে প্রিয় সময় কোনটি?

আনিশাঃ পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো।

জানঃ আর সবচেয়ে খারাপ?

আনিশাঃ জীবনে তো উঠানামা থাকেই। যা যা খারাপ সবই খারাপ। কিন্তু আমার নানা ভাইয়ের মৃত্যুটা আমার কাছে খুবই বেদনাদায়ক ছিলো।

জানঃ বই পড়তে ভালোবাসেন?

আনিশাঃ না। খুব একটা না। হা হা হা।

জানঃ আচ্ছা ঠিক আছে। গান বাজনা নিয়ে আপনার ভবিষ্যতে কী করার ইচ্ছে?

আনিশাঃ আমি দেশের সেরা শিল্পীদের একজন হতে চাই।

জানঃ পড়ালেখা কোথায় করছেন?

আনিশাঃ আমি একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি বিবিএস এ।

জানঃ বর্তমানে যে সব গান হিট হচ্ছে, সেগুলো কী আসলেই হিট হবার যোগ্যতা রাখে?

আনিশাঃ কিছু কিছু রাখে আবার কিছু কিছু রাখে না। কিন্তু খারাপ লাগে এই বিষয়েই যে, অনেক সময় ভালো গানের ভিউ হয় না। তো এদিক থেকে ভিউ হলেই একটা গান হিট— আমি বিশ্বাস করি না।

জানঃ আমরা শেষের দিকে প্রায়। দৈনিক আস্থা’র এই আয়োজন কেমন লাগলো?

আনিশাঃ খুবই ভালো। আমি এরকম সাক্ষাৎকার দিতে পছন্দ করি। এমন আয়োজন আরও বেশি করে করেন। ধন্যবাদ আপনাকে ও দৈনিক আস্থা’কে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩